Tuesday, 16 June 2015

windows 8 বা 8.1 এ start menu add করব কিভাবে-

ব ন্ধুরা আজকে যে বিশয়টি নিয়ে আলোচনা করব তা আমাদের অনেকের ল্যাপটপ ব্যাবহার করতে ‍গিয়ে প্রয়োজন হয়েছে কিন্ত্র সমাধান না পাওয়ায় খুব কষ্টে windows 8 বা 8.1 ব্যাবহার করছে   আবার অনেকে তার কেনা অপারেটিং বাদ ‍দিয়ে অন্য অপারেটিং সিষ্টেম ব্যাবহার করেছেন ফলাফল আপনার সাধের ল্যাপটপের টাচ কাজ করেনি।  Microsoft  এর সব অপারেটিং এ start menu ছিল এমনকি windows 10 এ start menu add করা হয়েছে শুধু ব্যতিক্রম windows 8 বা 8.1 এর বেলায় এখন আমরা দেখব কিভাবে windows 8 বা 8.1 এ start menu  add করা যায়-

1. প্রথমে www.classicshell.net এ লিংক থেকে  classicshell সফ্টওয়ারটি নামিয়ে নিব।
2.এবা্র .exe  File টি রান করি তিনবার Next  করি।
3.  এবার সফ্টওয়ারটি Run করে Custom settings এ এসে Classic explorer এ ডান ক্লিক করে Entire Feature will be unavailable এ ক্লিক করে সব ধাপে Next চাপব 
এবার দেখন windows 7 এর start menu দেখতে পাবেন।

আর  যদি আগের windows 8 এর start menu তে ফেরত যেতে চান তাহলে  classicshell লেখাটি সার্চ
 বক্সে লিখুন তারপর Enter করুন তারপর Basic setting এ গিয়ে start automatically for this user এর টিক চিহ্নটি তুলে দিন ব্যাস ।

Sunday, 7 June 2015

Pendrive কে কিভাবে বুটেবল করবেন কোন প্রকার থার্ড পার্টি Software ছাড়া Win 7,8,10 সহ সব Oparating system এর জন্য

বন্ধুরা আজকে খুব প্রয়োজনীয় এটি বিষয় নিয়ে আলোচনা করব তা হল-Pendrive কে কিভাবে বুটেবল  করবেন কোন প্রকার থার্ড পার্টি Software ছাড়া আমরা নিচের ধাপগুলো অনুসরন করলে সহজে তা করতে পারব-


1.প্রথমে Start menu তে  search এ cmd লিখি Start menu এর উপরের দিকে cmd লেখার  উপর ডানবাটনে ক্লিক করে Run as Administrator এ যাব নিচের চিত্রের ন্যায়-
2. pen drive টি পিসির সাথে কানেক্ট করি
3. এবারে কমান্ড প্রোম্পট Diskpart লিখি এবং  Enter করি তারপর  List Disk লিখে  Enter করি এবার আপনার সংযোগকৃত Hard Disk এবং Pen drive সমূহ দেখাবে আপনার Pen drive  কোনটি তা দেখে নিন নিচের চিত্রের ন্যায়-

4.এবার ‍Select disk 1 কমান্ডটি লিখি এবং  Enter করি disk 1 হলো আমার Pen Drive এটা 1234 হতে পারে। আপনার কতগুলো Hard Disk কানেক্ট আছে তার উপর নির্ভর করবে।
5.এবার Clean লিখি এবং  Enter করি।
6. এবার Create partition primary লিখি  Enter করি।
7. ‍Select partition 1 লিখে Enter করি তারপর  Format Fs=fat32 quick লিখে Enter করি  Active লিখে Enter করি ।
8. এবার ‍যে Oparating system টি বুটেবল করতে হবে সেটি copy করে Pen Drive এ pest করি।


ব্যাস বুটেবল Pen Drive তৈরি---

Saturday, 6 June 2015

হার্ডডিস্কে এ বিভিন্ন Drive এর Space ‍বাড়াবেন বা কমাবেন কিভাবে-

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন,আজ আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হল হার্ডডিস্কে এ বিভিন্ন  Drive এর Space ‍বাড়াবেন বা কমাবেন বিভাবে ? খুব সহজে কোন প্রকার থার্ড পার্টি Software ছাড়া এ কাজটি করতে পারবেন-

1. প্রথমে My Computer এ Right বাটন ক্লিক করে Manage এ যাব
2.  তারপর Manage থেকে  Disk Management এ যাব
3. যে Drive থেকে Space কমাব সে Drive এর উপর মাউস এর ডান বাটনে ক্লিক করে shrink volume এ যাব নিচের চিত্রের ন্যায় -
এখানে shrink of available space in MB  থেকে কতটুকু  Space shrink করতে বা কমাতে  পারব তা দেখা যাবে -
এবার Enter the amount of space to shrink in MB এ আমার ‍যে টুকু space কমাব সেটা Enter করে Shrink বাটনে ক্লিক করে shrink হওয়ার জন্য সময় দেব।
4. ‍Shrink হয়ে গেলে  unallocated space  দেখাবে।
5. নতুন Drive করতে unallocated space  এ ডান বাটনে ক্লিক new simple volume এ  যাব তারপর শুধু  Next বাটনে ক্লিক করব
6. কোন Drive এর Space বাড়াতে হলে তার এর উপর ডান বাটনে ক্লিক করে  Extand voiume এ যাব এরপর  Next বাটনে ক্লিক করব।

পোস্টটি win 7,8 এবং10 এর জন্য

Tuesday, 2 June 2015

Mozilla Firefox এ বিভিন্ন  error fix করতে কি করবেন-


হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন,আজ আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হল Mozilla Firefox এ বিভিন্ন Crush Repore এবং error show করলে কি করবেন-

1. প্রথমে start menu তে  search এ গিয়ে %appdata%  লিখে   Enter করি ।

2. Mozilla তে  যাওয়ার পর  Firefox এ  যাব তারপর Profile.ini file delete করে দিব ।


ব্যাস সকল problem solve 

win7 এ windows not genuine message কিভাবে  Remove করবেন-



হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন, আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপুণ্য বিষয় শেয়ার করব।আপনারা win7 এ কমন একটি ঝামেলা windows not genuine এ্ message টি লক্ষ্য করেছেন । যা কম্পিউটার চালু করার সময় বারবার ঝামেলা করে । আমরা দেখব কিভাবে এ অসুবিধা দূর করা যায়-


1.প্রথমে start  মেনুতে searce  এ cmd কমান্ডটি লিখি এবার cmd এর উপর ডান বাটন ক্লিক করে  Run as Administrator এ যাব

2. command prompt চালু হলে তাতে  slmgr -rearm এ কমানডটি লিখি কিছুক্ষন অপেক্ষা করি

3. এবার Restart  করি



এ কাজটি করলে আমরা খুব সহজে এ ঝামেলা থেকে মুক্ত হতে পারব ।