ব ন্ধুরা আজকে যে বিশয়টি নিয়ে আলোচনা করব তা আমাদের অনেকের ল্যাপটপ ব্যাবহার করতে গিয়ে প্রয়োজন হয়েছে কিন্ত্র সমাধান না পাওয়ায় খুব কষ্টে windows 8 বা 8.1 ব্যাবহার করছে আবার অনেকে তার কেনা অপারেটিং বাদ দিয়ে অন্য অপারেটিং সিষ্টেম ব্যাবহার করেছেন ফলাফল আপনার সাধের ল্যাপটপের টাচ কাজ করেনি। Microsoft এর সব অপারেটিং এ start menu ছিল এমনকি windows 10 এ start menu add করা হয়েছে শুধু ব্যতিক্রম windows 8 বা 8.1 এর বেলায় এখন আমরা দেখব কিভাবে windows 8 বা 8.1 এ start menu add করা যায়-
1. প্রথমে www.classicshell.net এ লিংক থেকে classicshell সফ্টওয়ারটি নামিয়ে নিব।
2.এবা্র .exe File টি রান করি তিনবার Next করি।
3. এবার সফ্টওয়ারটি Run করে Custom settings এ এসে Classic explorer এ ডান ক্লিক করে Entire Feature will be unavailable এ ক্লিক করে সব ধাপে Next চাপব
এবার দেখন windows 7 এর start menu দেখতে পাবেন।
আর যদি আগের windows 8 এর start menu তে ফেরত যেতে চান তাহলে classicshell লেখাটি সার্চ
বক্সে লিখুন তারপর Enter করুন তারপর Basic setting এ গিয়ে start automatically for this user এর টিক চিহ্নটি তুলে দিন ব্যাস ।
No comments:
Post a Comment