হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন,আজ আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হল হার্ডডিস্কে এ বিভিন্ন Drive এর Space বাড়াবেন বা কমাবেন বিভাবে ? খুব সহজে কোন প্রকার থার্ড পার্টি Software ছাড়া এ কাজটি করতে পারবেন-
1. প্রথমে My Computer এ Right বাটন ক্লিক করে Manage এ যাব
2. তারপর Manage থেকে Disk Management এ যাব
3. যে Drive থেকে Space কমাব সে Drive এর উপর মাউস এর ডান বাটনে ক্লিক করে shrink volume এ যাব নিচের চিত্রের ন্যায় -
এখানে shrink of available space in MB থেকে কতটুকু Space shrink করতে বা কমাতে পারব তা দেখা যাবে -
এবার Enter the amount of space to shrink in MB এ আমার যে টুকু space কমাব সেটা Enter করে Shrink বাটনে ক্লিক করে shrink হওয়ার জন্য সময় দেব।
4. Shrink হয়ে গেলে unallocated space দেখাবে।
5. নতুন Drive করতে unallocated space এ ডান বাটনে ক্লিক new simple volume এ যাব তারপর শুধু Next বাটনে ক্লিক করব
6. কোন Drive এর Space বাড়াতে হলে তার এর উপর ডান বাটনে ক্লিক করে Extand voiume এ যাব এরপর Next বাটনে ক্লিক করব।
পোস্টটি win 7,8 এবং10 এর জন্য
1. প্রথমে My Computer এ Right বাটন ক্লিক করে Manage এ যাব
2. তারপর Manage থেকে Disk Management এ যাব
3. যে Drive থেকে Space কমাব সে Drive এর উপর মাউস এর ডান বাটনে ক্লিক করে shrink volume এ যাব নিচের চিত্রের ন্যায় -
এবার Enter the amount of space to shrink in MB এ আমার যে টুকু space কমাব সেটা Enter করে Shrink বাটনে ক্লিক করে shrink হওয়ার জন্য সময় দেব।
4. Shrink হয়ে গেলে unallocated space দেখাবে।
5. নতুন Drive করতে unallocated space এ ডান বাটনে ক্লিক new simple volume এ যাব তারপর শুধু Next বাটনে ক্লিক করব
6. কোন Drive এর Space বাড়াতে হলে তার এর উপর ডান বাটনে ক্লিক করে Extand voiume এ যাব এরপর Next বাটনে ক্লিক করব।
পোস্টটি win 7,8 এবং10 এর জন্য
No comments:
Post a Comment